বিশ্বে স্বামী বা সঙ্গীর হাতে নির্যাতনের হারের দিক দিয়ে শীর্ষ তালিকায় রয়েছে বাংলাদেশ। দেশের ১৫ থেকে ৪৯ বছর বয়সী নারীদের ৫০ শতাংশই জীবনে কখনো না কখনো সঙ্গীর কাছে নির্যাতনের শিকার হয়েছে।





নতুন খবর হচ্ছে, কুমিল্লার মেয়ে মোসারাত জাহান মুনিয়া। ২০১৭ সালে পরিচয় হয় অভিনেতা বাপ্পী রাজের সঙ্গে। দুই বছর প্রেম, তারপর হঠাৎ হারিয়ে যান মুনিয়া। বিয়ে করেন এক শিল্পপতিকে। ২৬ এপ্রিল রাজধানীর গুলশানের অভিজাত ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মুহূর্তেই টক অব কান্ট্রিতে পরিণত হয় মুনিয়া।
এবার মুনিয়াকে নিয়ে বিভিন্ন তথ্য দিল তার সাবেক প্রেমিক অভিনেতা বাপ্পী রাজ। মুনিয়ার সঙ্গে প্রেমের বিষয়ে মঙ্গলবার (২৭ এপ্রিল) বাপ্পী রাজ বলেন, ‘আমার সঙ্গে ভালো সম্পর্ক ছিল। আমি মন থেকে ওকে পছন্দ করতাম।





আমার পুরো পরিবার বিষয়টি জানত। সর্ম্পকের মাঝে হঠাৎ গ্যাপ হয়ে গেল। তারপর মুনিয়া কোথায় যেন হারিয়ে গেল।’