শেরপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন লুৎফা বেগম নামে এক প্রসূতি। জন্ম নেয়া শি’শুদের মধ্যে দুটি মে’য়ে ও একটি ছে’লে। তারা সুস্থ রয়েছে বলে জানা গেছে।





লুৎফা বেগম জামালপুরের বকশীগঞ্জ উপজে’লার ঘাষিরপাড়ার গার্মেন্টসকর্মী রাসেল মিয়ার স্ত্রী’। রোববার দুপুরে শেরপুর সদর হাসপাতা’লে তিন ছে’লে-মে’য়ের জন্ম দেন তিনি। পরিবার জানায়, চার বছর আগে রাসেলের সঙ্গে লুৎফার বিয়ে হয়। এই প্রথম তাদের ঘরে সন্তান এলো, তাও একসঙ্গে তিনজন।
শেরপুর সদর হাসপাতা’লের আরএমও ডা. খাইরুল কবীর সুমন বলেন, গত শনিবার ওই প্র’সূতি হাসপাতা’লে ভর্তি হন। রোববার দুপুরে নরমাল ডে’লিভা’রিতে তিন নবজাতকের জন্ম দেন। তিন সন্তান সুস্থ আছে। তবে তাদের মা কিছুটা অ’সুস্থ, তার চিকিৎসা চলছে।




