শাহরুখ খানের সঙ্গে বহুদিনের সম্পর্ক। তা কতটা গভীর, তার আঁচ দিলেন মনোজ বাজপেয়ী। স্মৃতির সরণিতে হেঁটে অনেকগুলি বছর পিছিয়ে গেলেন মনোজ। কিশোর বয়স পেরিয়ে দুজনের আলাপ। তা জমে ওঠে গভীর বন্ধুত্বে। একটি ফিল্মি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাত্কারে তাঁরা সিগারেট, বিড়ি ভাগ করে খেতেন বলেও জানিয়েছেন মনোজ।
দুজনে দিল্লিতে ব্যারি জনের থিয়েটার গ্রুপে ছিলেন।





পরে দুজনে প্রয়াত পরিচালক যশ চোপড়ার বীর জারা-তে একসঙ্গে কাজও করেছেন। বলিউড বাবল-কে দেওয়া সাক্ষাত্কারে মনোজের স্মৃতিচারণা, ও-ই একমাত্র মারুতি ভ্যানে আসত। তখনকার দিনে লাল রঙের একমাত্র মারুতি ভ্যান। আজও মনে আছে। ও-ই প্রথম আমায় দিল্লিতে তাজে ডিস্কোথেকে নিয়ে গিয়েছিল। বলতে চাইছি, তখন আমাদের খুবই অল্পবয়স। তরতাজা তরুণ।
সবে কৈশোর পেরিয়ে আলাপ হয়েছে। কিছুদিন ব্যারি জনের গ্রুপে ছিল ও। আমরা বিড়ি, সিগারেট, যখন যা জুটত, শেয়ার করতাম। ও সবসময় মন জয় করায় ছিল ওস্তাদ। আমরা যখন যে দলেই ঢুকে পড়তাম, সেখানকার মেয়েদের মধ্যে ওর জনপ্রিয়তা থাকত তুঙ্গে। কথায় পটিয়ে ফেলত সবসময়।





মনোজ অ্যামাজন প্রাইম ভিডিও ওয়েব সিরিজ দি ফ্যামিলি ম্যান টু-এর মুক্তির অপেক্ষায় রয়েছেন। ৪ জুন তা রিলিজ হওয়ার কথা। নতুন সিজনে মনোজকে দেখা যাবে শ্রীকান্ত তিওয়ারির চরিত্রে, বিপরীতে রাজির ভূমিকায় সামান্থা আক্কিনেই। সামান্থার ডিজিটালে আত্মপ্রকাশ হবে।
শাহরুখকে শেষ দেখা গিয়েছিল ২০১৮-য় জিরো-তে। এ বছরের গোড়ায় তাঁকে পঠান-এর শ্যুটিংয়ে দেখা যায়। ছবিতে দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম আছেন। আলিয়া ভট্ট, রণবীর কপূরের ব্রহ্মাস্ত্র-তে ক্যামিও অবতারে দেখা যাবে কিং খানকে।